নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

তৈমূরের সোনালী আঁশ প্রতিকে ওলামাদলের গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩১, ২ জানুয়ারি ২০২৪

তৈমূরের সোনালী আঁশ প্রতিকে ওলামাদলের গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকারের সোনালী আঁশ প্রতিকে মঙ্গলবার গণসংযোগ করেছেন জেলা ওলামাদলের সহসাধারণ সম্পাদক মো. কামাল খান।

এ সময় তৈমূর আলম খন্দকার সমর্থিত লোকজন উপস্থিত থেকে রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের দিঘীবরাব, কামালনগর, বরাব, সুতালরা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থণা করেন। তখন তৈমূর আলম খন্দকারের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন নেতাকর্মীরা। 

গণসংযোগকালে কামাল খান বলেন, বিএনপির নেতাকর্মীরা মনে করেন তৈমূর আলম খন্দকার বিজয়ী হলে তারা রাতে বাড়িঘরে ঘুমাতে পারবে। এখানে যদি আবারো আওয়ামী লীগ নির্বাচিত হয় তাহলে বিএনপি কর্মীদের বিপদ বাড়বে। তারা তো বাসায় থাকতে পারবে না। 

এসময় তিনি আরো বলেন, এডভোকেট তৈমূর আলম খন্দকার বিআরটিসির চেয়ারম্যান থাকাকালে রূপগঞ্জের ৪৫০জন বাসিন্দাকে সরকারি চাকুরি দিয়ে হাজতবাস করেছেন। ভবিষ্যতেও সুযোগ পেলে তিনি আবারো রূপগঞ্জের মানুষের জন্য কাজ করবেন।

তাছাড়া তৈমূর আলম খন্দকার কথা দিয়েছেন, রূপগঞ্জকে ভূমিদস্যু ও মাদকমুক্ত করবেন। এ সময় তারাব পৌর ওলামাদল নেতা আমির হোসেন, আব্দুল লতিফ খান, আমিনুল ইসলাম, রাজিব, ইকবাল হোসেন, মজিবুর রহমান, শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন। পরে তারা ঘরে ঘরে সোনালী আঁশ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।