নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

মন্ত্রী গাজীর বাসায় প্রিজাইডিং অফিসারদের বৈঠক হয়নি, দাবি শিক্ষক সমিতির 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৩

মন্ত্রী গাজীর বাসায় প্রিজাইডিং অফিসারদের বৈঠক হয়নি, দাবি শিক্ষক সমিতির 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের বাসায় প্রিজাইডিং অফিসারদের কোনো বৈঠক হয়নি বলে দাবি করছে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষক সমিতি।

শুক্রবার (২৯ ডিসেম্বর)  বিকেলে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আব্দুর রহিম  লিখিত বক্তব্যে এ দাবি করেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক, সমিতির কর্মকর্তা হানিফ সাউদ, মুনসুর আলী, হান্নান সবুজ, আমজাদ হোসেন, মনিরুজ্জামান, স্বপন ভুঁইয়া প্রমুখ।

লিখিত বক্তব্যে  আব্দুর রহিম বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে জড়িয়ে প্রতিপক্ষরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। তাঁর বাসায় প্রিজাইডিং অফিসারদের নিয়ে কোনো বৈঠক হয়নি। 

তবে কৃতিশিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে মর্মে গত ২২ ডিসেম্বর সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সমিতির নেতৃবৃন্দের আজলোচনা হয়। সেই সভায় নির্বাচনে জড়িত নন কিন্ডারগার্টেন সমিতির এমন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।