নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

মোগরাপাড়ায় নৌকার পক্ষে শ্রমিক লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৫২, ৩১ মে ২০২২

মোগরাপাড়ায় নৌকার পক্ষে শ্রমিক লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগ সোনারগাঁ উপজেলার উদ্যোগে আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মো. সোহাগ রনিকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। 


নির্বাচনীয় সভা শেষে নৌকার প্রার্থী সোহাগ রনিকে সাথে নিয়ে মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ  করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সোমবার ( ৩০শে মে ) বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ অফিসে নৌকার পক্ষে নির্বাচনী সভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।


জাতীয় শ্রমিক লীগ সোনারগাঁ উপজেলার আহবায়ক রোবায়েত হোসেন শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কাদির, জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান, আলমগীর হোসেন।  


আরও উপস্থিত ছিলেন নব নির্বাচিত সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক কমিটির সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মোল্লা, সদস্য হাজী সিরাজ, সোহেল বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক রুনা আজাদসহ ১০টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।