
নারায়ণগঞ্জ শহরের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভার্ণি বডি নিবার্চনে দাতা প্রতিনিধি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথমসদস্য রাফি উদ্দিন রিয়াদ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করে দুপুরে জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে রাফি উদ্দিন রিয়াদ বলেন, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদ তথা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িত করতে দাতা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছি।
বিগত ১৬টি বছর স্বৈরাচারী সরকারের দোসরদের কারনে আমরা কোনো সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেনি। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তারা স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
ইনশাল্লাহ আমরা আবারও নতুন করে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলবো। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের সেবা করতে চাই। আমি সকলের পূর্ন সমর্থন ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য-২০, ২৩, ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও জমা। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ১২ মার্চ সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আর এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী।