![চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/Untitled-1-copy-2502061905.jpg)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুশিক্ষিত জাতি,উন্নত দেশের চাবিকাঠি এই স্লোগানে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুল'র এস.এস.সি-২৫ শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠানের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সমাজ সেবক ও বিএনপি নেতা অত্র স্কুলের সভাপতি "মো:মাসুম রানা"।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশ বান্ধব স্কুল থাকায় আমি গর্ববোধ করি,আমি আশা করি খুব শীঘ্রই এই স্কুলটি সোনারগাঁয়ের একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি এর সার্বিক সাফল্য কামনা করছি। একই সাথে পরীক্ষার্থীরা যেনো উত্তরাত্তর সাফল্য অর্জন করতে পারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
পরবর্তীতে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ২য় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগমের সার্বিক পরিকল্পনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, যুবদল নেতা ফারুক হোসেন, জামান জিতু,নুর-আলম দিপু,সাইফুল ইসলাম সানী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক ইমরান হোসেন, সজীব হোসেন, শাহিন সাকী এবং অত্র স্কুলের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।