নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বন্দরে হাজী নূর মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসার উদ্বোধন  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৯, ১৩ জানুয়ারি ২০২৫

বন্দরে হাজী নূর মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসার উদ্বোধন  

বন্দরে হাজী নূর মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসা বন্দরে হাজী নূর মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি)  বাদ জহুর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ও আলীনগর ব্রীজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশের চর ঘারমোড়াস্থ উল্লেখিত মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী নূর মোহাম্মদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আরিফ বিন হাবিব শাইখুল হাদিস  জামিয়া শারিফিয়া আরাবিয়া, লালবাগ ঢাকা।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং হাজী নূর মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি শোয়াইব আহমদ সাকি, আলীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রেজাউল করিমসহ বিভিন্ন জামে মসজিদের ইমাম ও খতিবগনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 
 

সম্পর্কিত বিষয়: