নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন তিনগাঁও এলাকায় কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান "প্রভাতী কিন্ডার গার্টেন" স্কুলের ৫ম শ্রেণী শিক্ষার্থীদের বিদায়, প্লে হইতে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণী'র শিক্ষার্থীদের বার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া'র মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রভাতী কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাঃ শেফালী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব - মোঃ শতকত হোসেন সৈকত, বন্দর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য - আবদুস ছালাম,, বন্দর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য-মোঃ ইয়াকুব হোসেন ইমরান, বন্দর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য- মোঃ মিজানুর রহমান, , বন্দর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য- আব্দুল আজিজ বাবুল,, বন্দর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা সদস্য - মোসাঃ সামছুন্নাহার ময়না, কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, স্বর্ণালি বিউটি একাডেমির পরিচালক নারী উদ্যোক্তা উন্মে কুলসুম সহ প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাতী কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ নূরে আলম ও সহকারী প্রধান শিক্ষক নাদিরা আক্তার ঈশা। স্কুলের প্রধান শিক্ষক পলি আক্তারের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত হয়।