প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ নারায়ণগঞ্জে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় একজনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদর থানা এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫৫ জনের। এতে আক্রান্ত হয়েছে ৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮ হাজার ৬৮৪ জন। সুস্থ হয়েছে ২৬ হাজার ৪৬৯জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৮২ জনের।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৮ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮ জন, সদরে মারা গেছেন ৫৮ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৩০ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭৫ জন,
রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৯ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৩ জন।