নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

করোনাভাইরাসে

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ৬৯ জন আক্রান্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:৩৪, ২ জুলাই ২০২২

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ৬৯ জন আক্রান্ত

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামন বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩৩৩ জনেই আছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ৭২১ জন। সুস্থ হয়েছে ৩০ হাজার ৩৫ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭২ জনের।



শুক্রবার (১ জুলাই) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৩১ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৯৬ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৩ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৪৮ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৩ জন।

 

সম্পর্কিত বিষয়: