নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

যানজট ও স্ট্যান্ড নিয়ে আমরা কাজ করতে চাই : ডিসি (ভিডিও)

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৫৩, ৩১ অক্টোবর ২০২১

ট্রাফিক ব্যবস্থায় কমিউনিটি পুলিশের ব্যবহারে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।  তিনি বলেন, কমিউনিটি পুলিশ নারায়ণগঞ্জে ভালো কাজ করছে। তাদের আরো ভালো কাজ করার সুযোগ রয়েছে। চাষাঢ়া এবং সাইনবোর্ডের ট্রাফিক সিস্টেমে আমরা কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে পারি। 


মাদকের আখড়া এখান থেকে সড়িয়ে দিতে পেরেছি।  যানজট ও স্ট্যান্ড নিয়ে আমরা কাজ করতে চাই। সামনে নির্বাচন, বাঙালি কিন্তু নির্বাচনে হারতে চায় না। আমরা চাই সুষ্ঠু নির্বাচনে কমিউনিটি পুলিশ তাদের ভূমিকা রাখুক। 


শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 


এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । 


জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আরো বলেন, সকলে মিলেই সম্প্রীতির মাধ্যমে নারায়ণগঞ্জ কে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি নারায়ণগঞ্জের মানুষ ভালো না হতো তাহলে ৩০০ জন পুলিশ দিয়ে ৭০ লক্ষ মানুষের দেখাশোনা করতে পারতাম না। কিছু সমস্যা সব জায়গাতেই হয়। 


৫-১০ মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হলে আমেরিকায় যে অপরাধ প্রবনতা সেটা আমাদের থেকে কয়েকগুণ বেশি। আমরা তাদের থেকে অনেক ভালো আছি। সকল জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা তারা ইতিবাচকভাবে নারায়ণগঞ্জ কে এগিয়ে নিয়ে যাবে।