নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসুস্থ ৬ ব্যক্তির হাতে চেক হস্তান্তর 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:০৮, ২৪ আগস্ট ২০২১

প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসুস্থ ৬ ব্যক্তির হাতে চেক হস্তান্তর 

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে নারায়ণগঞ্জ জেলার ৬ জন অসুস্থ ব্যক্তির হাতে ১ লাখ ৯০ হাজার টাকার সহায়তা চেক তুলে দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সোমবার (২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক তুলে দেন।

এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন আমাদের প্রধানমন্ত্রী মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় ৬ জন অসুস্থ মানুষের সুচিকিৎসার জন্য এ অনুদান উপহার দিয়েছেন। 

চেক প্রদানকালে উপস্থি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী, নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক ফাতেমা তুল জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা প্রমূখ।