নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, প্রধানমমন্ত্রীর নির্দেশনায় কোভিড-১৯ এর ভেকসিন কার্যক্রম শুরু হয়েছে। এই টিকা অত্যন্ত নিরাপদ এবং যারা টিকা নিয়েছে তারা সবাই সুস্থ আছে।
শনিবার (৭ আগস্ট) সকালে ফতুল্লা, রুপগঞ্জ, সোনারগাঁ,বন্দর, আড়াইহাজার উপজেলা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ যেহেতু হটস্পটের মধ্যে আছে তাই নিজে এবং নিজের পরিবারের সদস্যদের নিরাপদে থাকার লক্ষ্যে সকলকে টিকার আওতায় আনা হবে।
এবিষয়ে ইউএনও আরিফা জহুরা বলেন, মহামারি করোনাভাইরাস রোধে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতা নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচি চালু করেছেন। প্রধানমন্ত্রীর এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে মানুষ টিকা দিতে আগ্রহ প্রকাশ করছেন।
প্রত্যেক নাগরিকের টিকা দেওয়া বাধ্যতামূলক। কারন এই টিকাদানের মাধ্যমে আপনি ও আপনার পরিবার নিরাপদে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা: ইমতিয়াজ, ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, ওসি রকিবুজ্জামান, টিআই কামরুল ইসলাম প্রমূখ।