নারায়ণগঞ্জে লকডাউনের চতুর্থ দিনে ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিদিনের ন্যায় সোমবার (২৬ জুলাই) শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনের চতুর্থ দিনে দিনে স্বাস্থ্য বিধি না মানায় নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ২৩ টি টিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯৪ টি মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন।
জরিমানা আদায় করার পাশাপাশি তারা যেন বিধি নিষেধ অমান্য না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এসময় সকলের মাঝে মাক্স বিতরণ করা হয়।