নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ এপ্রিল ২০২৫

বিয়ের কথা গোপন করে দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক, লম্পট আটক 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৮, ১৯ এপ্রিল ২০২৫

বিয়ের কথা গোপন করে দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক, লম্পট আটক 

বিয়ের কথা গোপন করে একই পরিবারের দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক করার অপরাধে বন্দরে লম্পট সাদমান সাকিব ভূঁইয়া (২৪) কে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শহরের চাষাড়া কেএফসি থেকে ওই লম্পটকে আটক করা হয়। লম্পট প্রতারক সাদমান সাকিব ভূঁইয়া বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার সাহাদাত ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ভূক্তভোগী প্রেমিকা বড় বোনের তথ্যসূত্রে জানা গেছে, সাদমান সাকিব ভূঁইয়া একজন চিহ্নিত প্রতারক। সে বিয়ের কথা গোপন করে বিভিন্ন মেয়েদের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে ব্লাকমিলিং এর মাধ্যমে টাকা পয়সা হাতি নেয়। 

এ ছাড়াও লম্পট সাদমান সাকিব ভূঁইয়া বিয়ের কথা গোপন রেখে আমার সাথে ও আমার ছোট বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

গত বৃহস্পতিবার লম্পট সাদমান সাকিব ভূঁইয়া আমার ছোট বোনের সাথে কেএফসিতে ডেটিং করার সময় আমি তাকে হাতে নাতে ধরে উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেই।