
'মার্চ ফর ইউনুস' আগে সংস্কার তারপর নির্বাচন, দাবিতে মানববন্ধনের করার পর এর আয়োজকদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলেন জানিয়েছেন এর আয়োজকদের অন্যতম একজন সোশ্যালিস্ট আলিফ দেওয়ান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আসসালামু আলাইকুম আমি আরিফ দেওয়ান একজন সোশ্যালিস্ট। গত ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের একটি পোষ্ট ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। আমরা দাবি জানিয়েছি সংস্কারের পক্ষে 'মার্চ ফর ইউনুস'।
গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আমাদের প্রোগ্রামটি করি। এবং পহেলা বৈশাখ থাকার কারণে লোকসমাগম খুবই কম হয়। এরপর থেকে আমাদের সহযোদ্ধাদেরকে নানানভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
আমরা তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই 'উই আর রেডি টু বি কিল্ড' আমাদের কেউ থামাতে পারবেনা। দেশের সংস্কারের পক্ষে আমরা সকল জনতা একযোগে এগিয়ে চলবো, এ উদ্দেশ্যে আমরা আগামী ১৮ এপ্রিল শুক্রবার চাষাড়া শহীদ মিনারে আমাদের দ্বিতীয় মানববন্ধনটি আয়োজন করছি। সমস্ত বাংলাদেশের ৬৪ এলাকা থেকে আপনারা এগিয়ে আসুন সংস্কারের দাবিতে।
আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। 'ইজ দ্যা হাই টাইম, প্রেটেক্ট আওয়ার কান্ট্রি এন্ড প্রেটেক্ট আওয়ার নেশন'।