নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৫, ১০ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ 

গাজা ও রাফায় ইসরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এর পর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে বিক্ষোভ মিছিলটি মন্দির থেকে বের হয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির ডাকা প্রতিবাদ র‌্যালিতে অংশ নেয় তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের কৃষ্ণ মোদক সাহা, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুশীল রায়, নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি তিরোধ কুমার দাস, ফতুল্লা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, মহানগরের দপ্তর সম্পাদক ভজন দাস, জেলার দপ্তর সম্পাদক অবিরায় সজল, জেলা প্রচার সম্পাদক তপন গোস সাধু, সহ প্রচার সম্পাদক তারেক দাস, ১৪ নং ওয়ার্ডের আহবায়ক বিশ্বজিৎ সাহা, মধুমালা, কারক ঘোষ, লপন ঘোষ, জুয়েল সাহা,বিশ্বজিৎ প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: