
বিশ্বব্যাপী ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি ঘোষণা ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা। তারা বলেন, আমাদের সংহতি সকলকে সমস্বরে ইসরাইলি আগ্রাসন বন্ধের বিরুদ্ধে একত্রিত হতে সহায়ক ভূমিকা পালন করবে।
রোববার (৬ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রিজন আহমেদ নিলয় সাক্ষরতি বিবৃতিতে বলা হয়, সমগ্র বিশ্ব আজ এক ভয়াবহ নৃশংসতা, অমানবিক তাণ্ডব, নির্মমতার নিশ্চুপ সাক্ষী।
মাসের পর মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি নিরস্ত্র জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল, স্কুল, মসজিদ এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলো পর্যন্ত এই আগ্রাসন থেকে রেহাই পায়নি।
হাজার হাজার শিশু, নারী ও নিরীহ মানুষকে হত্যা সহ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত, অনাহারে ও চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পতিত হয়েছে। এই ভয়াবহতা কেবল কোনো ভূ-রাজনৈতিক সংকট নয়, এটি ইতিহাসের এক গভীরতম মানবিক বিপর্যয়।
আমরা মনে করি, ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি আগ্রাসন কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি মানবতার বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ। একটানা বোমাবর্ষণ, খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেওয়া, শিশুহত্যা-মূলত মানবতার বিরুদ্ধাচরণ।
আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা-সচেতনভাবে গাজায় চলমান নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী "দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা" কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি।
আমরা আশা করি, আমাদের সংহতি সকলকে সমস্বরে ইসরাইলি আগ্রাসন বন্ধের বিরুদ্ধে একত্রিত হতে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সাথে আমরা সকল বিবেকবান মানুষকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।