
নিজেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই পরিচয় দিয়ে এক যুবকের কাছে থেকে দুটি ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাষাড়া ফাঁড়ির এক কনস্টেবলের বিরুদ্ধে। ট্রু-কলার সফটওয়্যারের মাধ্যমে জানাগেছে ওই কনস্টেবলের নাম সুজন খান। তিনি চাষাড়া ফাঁড়ির গাড়ি চালক।
ভুক্তভোগী জানান, সুজন খান মানে ব্যক্তি ফোন দিয়ে আমার ফোনটি দিয়ে দিতে বলে। আমি ক্যাশ মেমো দেখালেও এটা চোরাই ফোন দাবি করে আমাকে হয়রানি করতে থাকে। তার হয়রানিতে বিরক্ত হয়ে ফোনটি দিয়ে পাঠাই। কিন্তু ভুলে অন্য ফোন দিয়ে দেই।
পরবর্তিতে পুনরায় তার দাবি করা ফোনটি নিয়ে গেলে দুইটি ফোনই রেখে দেয়। একই সাথে আমার কাছে চাঁদা দাবি করেন।
এ বিষয়ে জানতে সুজন খানকে কল দিলে এই প্রতিবেদককেও হয়রানির হুমকি দিয়ে বলেন, কল দিয়েছেন এতে আপনিও বিপদে পড়বেন। একটি ফোন ফেরত দিতে বললে ফোন কেটে দেয়।