
কাস্টমস অফিসার মারুফের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা, জবর দখল অত্যাচারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন কুতুব আইল, কাঠেরপুল, কোতালেরবাগ এলাকাবাসী। রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় অন্তত দুই শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কাস্টমস অফিসার মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন।
মিছিলটি ফতুল্লার কাঠেরপুল থেকে কুতুব আইল হয়ে শিবু মার্র্কেট এবং পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এরআগে, কাস্টমস অফিসার মারুফের ডোপ টেস্টসহ তার বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে অনতিবিলম্বে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, এই মাদকাসক্ত মারুফ আবারও সেই আগের রূপে ফিরে আসার পায়তারা করছে।
সেই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পুনরায় এলাকায় সশস্ত্র হয়ে ঘুরাফেরা করছে। মানুষ তার এহেন কর্মকান্ডে ভীত। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমরা শান্তি প্রিয় মানুষ। আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু এই মাদকাসক্ত মারুফ যদি আবারও আমাদের বিরক্ত করে তাহলে আমরা এলাকাবাসীরা মিলেই তাকে পিটিয়ে এলাকা ছাড়া করবো।
আমাদের যাতে এমন কিছু করতে না হয় সেজন্য, আমরা মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করতে এসেছি। আমরা আশা করবো, অনতিবিলম্বে যেনো এই মারুফের ডোপ টেস্ট করে তাকে সরকারি চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়।