নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

শহরের সড়ক দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান   

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শহরের সড়ক দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান   

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার এলাকায় সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ৩০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করে প্রশাসন।  এছাড়াও বালুরমাঠ এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা খাবারের দোকান ও চায়ের দোকান উচ্ছেদ করা হয়।

ফতুল্লার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর জানান, অভিযানে প্রায় ৩০ টির বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিটি করপোরেশনের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
 

সম্পর্কিত বিষয়: