নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে

শহীদ মিনারে ‘আমাদের স্বজন, আমাদের দায়িত্ব’ শীর্ষক পথ নাটক পরিবেশিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ মিনারে ‘আমাদের স্বজন, আমাদের দায়িত্ব’ শীর্ষক পথ নাটক পরিবেশিত

প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সামাজিক দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করতে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিশেষ পথ নাটক ‘আমাদের স্বজন, আমাদের দায়িত্ব’ পরিবেশিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ নাটকটি মঞ্চস্থ হয়। এতে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের প্রতি দায়িত্বশীলতা, পরিবারের প্রতি কর্তব্য এবং মানবিকতার গুরুত্ব তুলে ধরা হয়। নাটকটি দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায়, যারা সক্রিয়ভাবে নাটকের বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এই উদ্যোগের সহায়তায় ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও আয়াত এডুকেশন। 

আয়াত এডুকেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর সুমিত বণিক জানান, পথ নাটকের মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব ও মমতাময় সমাজ গঠনে আমাদের দায়িত্ব সম্পর্কে জানাতেই এই আয়োজন করা হয়েছে।

এতে অংশ নিয়েছেন অনন্যা রহমান, ফাহিম হোসেন, লামিয়া আক্তার, নুসরাত জাহান বৃষ্টি, হুমায়ুন আমিনী, ফারজানা, আফরিন আক্তার, ফাহিমা হক, রিজভী, সাইফুল ইসলাম, পূজা রাণী সরকার প্রমুখ। এছাড়াও নাটকটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করেছেন 'মমতাময় নারায়ণগঞ্জ‘ প্রকল্পের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ ও সার্বিক নির্দেশনায় ছিলেন সারওয়ার আলম। 

নাটক শেষে আয়োজকরা জানান, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এই নাটক সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের অধীনে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মধ্যে পথ নাটকও রয়েছে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহানুভূতিশীল মনোভাবই প্রমাণ করে, এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।
 

সম্পর্কিত বিষয়: