![না’গঞ্জ নৌ পুলিশের যৌথ অভিযানে বাল্কহেড চোরাইচক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪ না’গঞ্জ নৌ পুলিশের যৌথ অভিযানে বাল্কহেড চোরাইচক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/1205-2502082005.jpg)
নৌ পুলিশের নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের নারী সদস্যসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বাল্কহেডের ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০ টন) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)।
শনিবার বিষটি নিশ্চিত করেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
নৌ পুলিশ নারায়ণগঞ্জ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদী ঘাট থেকে বালুবাহী বাল্কহেড "এমবি মাছিয়াতা দরবার শরীফ" সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়।
বাল্কহেডটি খরচ বাবদ নগদ অর্থ ও প্রয়োজনীয় জ্বালানি তেলসহ রওনা হলেও পরবর্তীতে এর স্টাফগণ বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়।
৫ ফেব্রুয়ারি নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঘটনাটি সম্পর্কে অবহিত হয়ে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালিনা করেন।
এ সময় একজন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চোরাই বাল্কহেডটির কাটা অংশ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।