নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ কার হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম জাহিদুল মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার ও শিশুদের শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করেন।
এ ষময় জেলা প্রশাসক বলেন, সূর্যের সৌন্দর্য হচ্ছে তাপে। সমুদ্রের উত্তাল ঢেউ না থাকলে ফোটে উঠেনা। তেমনি মানুষির সৌন্দর্য তার মানবিকতায়। মানুষ সৃস্টির সেরা জীব সেটা প্রকাশ করার মাধ্যম হলো তার মানবিকতায়।
পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সবাইকে নিয়ে কাজ করবো। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা আছেন তারা যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠে নিজেকে সমাজে কাজে লাগাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল রাব্বির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাশফাক রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, সমাজসেবা উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ সোহাইল প্রমুখ।