নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

ডিসি মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৬, ৬ জানুয়ারি ২০২৫

ডিসি মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৩০-১২-২০২৪ তারিখের স্মারকে জনাব মোঃ তৌফিকুর রহমান কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণঞ্জ এবং মোহাম্মদ মাহমুদুল হককে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণঞ্জ হতে প্রত্যাহারপূর্বক মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলির আদেশে তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ জুলাই মঞ্জুরুল হাফিজের বদলীর পর এ নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হক। একই বছর ২৭ জুলাই থেকে তিনি এ জেলার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

সম্পর্কিত বিষয়: