নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

বিভিন্ন দাবিতে শহরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৮, ২৫ ডিসেম্বর ২০২৪

বিভিন্ন দাবিতে শহরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন

চুরি, ছিনতাই, ধর্ষন-খুনের বিচারের দাবিতে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সৌরভ সেনের সভাপতিত্বে এবং জান্নাতুল ফেরদৌস নিসার সঞ্চালনায় এ মানববন্ধন আয়োজিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ,নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সংগঠক রাইসা ইসলাম,নারায়ণগঞ্জ কলেজ শাখার সম্পাদক আবিদ রহমান,সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক  শাহীন মৃধা, খানপুরের সংগঠক শেখ সাদি ।

জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মৌমিতা নূর তার বক্তব্যে বলেন, 'সম্প্রতি সময় চুরি,ছিনতাই এবং ধর্ষন থেকে হত্যাকাণ্ড ভয়াবহ মাত্রায় বেড়েছে। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে লাশের মিছিল চলছে। চাষাড়া দেওভোগ অঞ্চলে সীমান্ত হত্যা একটি ভয়ানক হত্যাকান্ড। একজন ছাত্র তার ক্লাসের জন্য সকালে বের হয়ে তার ভার্সিটি পর্যন্ত যাওয়ার সময় তাকে ছিনতাইকারীর কবলে পরে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করতে হয়। 

দিনে দুপুরর ছিনতাইকারীর কবলে পরে সাধারণ মানুষের প্রাণ দিতে হচ্ছে। প্রশাসন এখানে তার চরম নিস্ক্রিয়তার পরিচয় দিচ্ছে। আমাদের প্রশাসন একটি মানুষের এতটুকু নিরাপত্তা দিতে ব্যর্থ। প্রশাসন এর বেতন হয় সাধারণ মানুষের ভ্যাট টেক্স এর টাকায় তাই মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের কাজ। আমরা প্রশাসনিক সক্রিয়তা এবং প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার বদলে দিতে পারে দেশের চিত্র। 

শিক্ষার্থী-জনতার প্রতি আহবান জানাই, আসুন নিজেদের নিরাপত্তায় সংগঠিত থাকি। সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করি।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা সৌরভ সেন বলেন, "গণঅভূত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে। আওয়ামীলীগ তার ফ্যাসিস্ট শাসনামলকে দীর্ঘায়িত করতে আমলাতন্ত্রকে ব্যবহার করছে, রাষ্ট্রযন্ত্র গুলোকে দলীয়করণের মধ্য দিয়ে রাষ্ট্রকে কুক্ষিগত করা হয়েছিল।আর এর মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কেবল দলীয় পেটুয়া বাহিনীতে রুপান্তর হয়েছিল।

কিন্ত '৩৬জুলাই' এর পর থেকে মানুষের মাঝে যে দেশ সংস্কারের আশার সঞ্চার হয়েছিল তার কফিনে পেরেক মারা হচ্ছে প্রতিনিয়ত। আর আমলাদের এরকম নিষ্ক্রিয়তার কারনে এটি আরোও ত্বরান্বিত হচ্ছে।

তিনি আরোও বলেন, সারাদেশে যখন একাধারে ছিনতাই-খুনের অরাজগতা বাড়ছে সেইখানে প্রশাসনের এরকম নীরব ভূমিকা গণঅভুত্থানের আকাঙ্খার সাথে সাংঘর্ষিক।  জনগনের জানমালের নিরাপত্তা দেওয়ার কাজ যদি ঠিকমতো করতে না পারেন কিংবা কোন অদৃশ্য কারনে যদি না করে থাকেন তাহলে শেখ হাসিনার পরিনতি স্মরণ করেন। আর বর্তমানে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যে নতুন করে অরাজগতা সৃষ্টি হচ্ছে তা নিরসনে অগ্রসর হন।"

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রচার সম্পাদক রাতুল দেওয়ান ,ভোলাইল আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহাদী হাসান সহ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের অন্যান্য নেতা-কর্মীরা।
 

সম্পর্কিত বিষয়: