নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে একটা কারচুপির আয়োজন চলছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে হোসিয়ারী শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা বিভাগীয় শ্রমদপ্তর, নারায়ণগঞ্জ বরাবরে একটি আবেদনপত্র জমা দেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন হোসিয়ারী শাখার উদ্যোগে হোসিয়ারী শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল ও বিভাগীয় শ্রমদপ্তর, নারায়ণগঞ্জ বরাবরে আবেদনপত্র জমা দেন। এরআগে শ্রমিক নেতা আঃ হাই শরীফের সভাপতিত্বে শ্রমদপ্তরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিকরা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি দুলাল সাহা, হোসিয়ারী শ্রমিক নেতা মোঃ শাহজাহান, মোঃ খোকন মিয়া, মুক্তার হোসেন, আলী মিয়া, মোঃ রুবেল প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিপুল সংখ্যক ভোটারকে বাইরে রেখে কতিপয় ভোটার নিয়ে নিজেদের ইচ্ছামত একটা কারচুপির নির্বাচন করার আয়োজন চলছে। আমরা ২০১৯ এর সকল ভোটারদের ভোট দেবার অধিকারের দাবি জানাচ্ছি।
অধিকাংশ ভোটারকে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করে একতরফা নির্বাচন করা হলে হোসিয়ারী শ্রমিকরা এবং আমরা তা মেনে নেব না। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। এ বিষয়ে নেতৃবৃন্দ হোসিয়ারির সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান।