নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

৫৩ বছরে প্রতি মুহূর্তে আমরা বুদ্ধিজীবীদের অভাব অনুভব করেছি : ডিসি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫০, ১৪ ডিসেম্বর ২০২৪

৫৩ বছরে প্রতি মুহূর্তে আমরা বুদ্ধিজীবীদের অভাব অনুভব করেছি : ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক বলেছেন, আমাদের মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন সেটা হল একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র। যেখানে সন্ত্রাস, হানাহানি থাকবে না। থাকবে ন্যায় বিচার। একটি দেশ শুধু স্বাধীন না, এখানে ন্যায় বিচার থাকবে। সবাই নিশ্চিন্তে থাকবে এমন একটি সমাজ তারা চেয়েছে। 

২৪ এ ছাত্র-জনতাও এই লক্ষ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো।  শনিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝলো বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে তখন এ জাতি যেন দাঁড়াতে না পারে, আমাদের অধ্যাপক, কবি, সাহিত্যিকদের ওরা তুলে নিয়ে হত্যা করেছে। গত ৫৩ বছরে প্রতি মুহূর্তে আমরা তাদের অভাব অনুভব করেছি। এই বুদ্ধিজীবীরা যদি থাকতো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল হুদা সহ প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: