নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫

চুরির অপবাদ দিয়ে

শহরের নুলুয়াপাড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫০, ২০ নভেম্বর ২০২৪

শহরের নুলুয়াপাড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রতীকি ছবি

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় চুরির অপবাদ দিয়ে ছোট বাবু ওরফে বাবু (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিলন মিয়াকে আটক করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনাটি ঘটে। 

নিহত বাবু ওরফে ছোট বাবু একই এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি ও অভিযুক্ত উভয়েই মাদক সেবী। ঘটনার দিনও তারা একজনের ঘরে মাদক সেবন করে এবং আড্ডা দেয়। অভিযুক্ত ব্যক্তির ঘর থেকে এ সময় সাড়ে চার হাজার টাকা চুরি হয়। চুরির ঘটনাটি বাবুকে দায়ী করে চোর চোর করে বলে ধাওয়া দেয়। পরে বাবুকে মাঠে নিয়ে তাকে মারধর করে গুরুত্বর আহত করা হয়। পরে তারাই তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালে ফেলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সময় কয়জন ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
 

সম্পর্কিত বিষয়: