নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

৫ আগস্টের পর যারা অপকর্ম করছে তারা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী : রফিউর রাব্বী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৯, ৯ নভেম্বর ২০২৪

৫ আগস্টের পর যারা অপকর্ম করছে তারা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী : রফিউর রাব্বী

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জসহ সকল রুটে বাসের ভাড়া কমিয়ে আনার দাবি জানাচ্ছি আমরা। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫ টাকা এবং অন্যান্য রুটের বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের বাস ভাড়া হাফ করতে হবে।

৫ আগস্টে আন্দোলনের পর যারা এখনো অপকর্ম করছে তারা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী। বাসের মালিক নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশাসন নানান টালবাহানা করছে। আগামী ১৫ তারিখের মধ্যে যদি বাসের ভাড়া কমানো না হয়, তাহলে ১৭ তারিখ নারায়ণগঞ্জে আধা বেলা হরতাল পালন করা হবে। দাবি আদায় না করে মাঠ ছাড়ব না।

ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। 

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এই মিছিল হয়।  মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর রেলগেট, এক নম্বর রেলগেট ঘুরে কালীবাজার এলাকায় গিয়ে শেষ হয়।  মিছিল শেষে দাবি মানা না হলে ১৭ তারিখ আধা বেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।

এ সময় রফিউর রাব্বী প্রশাসনের উদ্দেশে বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্র্বতীকালীন সরকার সফল হোক সেটা আমরা চাই। এই সরকারের আমলে যদি ১৭ তারিখ হরতাল হয়, তাহলে সেটা হবে এই সরকারের আমলে প্রথম হরতাল।

সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাব। মাফিয়াদের রক্ষা করা প্রশাসনের দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব জনগণের কথা শোনা। সুতরাং গণদাবির প্রতি সম্মান রেখে ১৫ নভেম্বরের আগে বাস ভাড়া কমিয়ে আনবেন।
 

সম্পর্কিত বিষয়: