নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪

যুবদল নেতা আনু হত্যা মামলায় রাসেল মাহমুদ স্ত্রীসহ রিমান্ডে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৪, ৮ নভেম্বর ২০২৪

যুবদল নেতা আনু হত্যা মামলায় রাসেল মাহমুদ স্ত্রীসহ রিমান্ডে

ইনসেটে আনু

নারায়ণগঞ্জে যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় অভিযুক্ত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঝুট সন্ত্রাসী রাসেল মাহমুদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালত শুনানী শেষে রাসেল মাহমুদের ২দিন ও তার স্ত্রী পাপিয়া আক্তার পান্নার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে মামলার ৭৫ দিন পর বৃহস্পতিবার বিকালে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পিবিআই জানায়, গত ২৬ আগস্ট শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি এ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নীচতলা থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে পিবিআই ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত জব্দ সহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করণ কার্যক্রম শুর করে। নিহত বিএনপি নেতা আনু হলেন দেওভোগ এল এন রোড এলাকার মৃত হাজী সায়েদ আলীর ছেলে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় রাসেলসহ নিহতের সাবেক স্ত্রী, সন্তান, শ্যালকসহ ৮জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের পর পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করলেও রাসেল ছিলেন পলাতক।

উল্লেখ্য, এ মামলায় নিহতের শ্যালিকা রোকসানা আক্তার পুতুল (৪৬), জান্নাত আরা জাহান প্রেরণা (২১), দূর আলম (৫৫), সারিদ হোসেন (১৯), কাজল (৩২) কে আগেরই গ্রেপ্তার করা হয়েছিল।
 

সম্পর্কিত বিষয়: