নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২৪

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের অন্যতম পাইকারী বাজার নিতাইগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।


তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রদর্শিত মূল্য তালিকা থেকে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইনে নিতাইগঞ্জ বাজারের জগৎবন্ধু ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং জিলানী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম, কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা ক্যাবের প্রতিনিধি।