স্বৈরাচারী সরকারের পতনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি হওয়া ফতুল্লা সস্তাপুরের গার্মেন্টস কর্মী আব্দুস সালাম মুন্না (৩০), বন্দর মুছাপুরের মোফাজ্জলের ছেলে হোসীয়ারি শ্রমিক মো জুম্মন (২২) ফতুল্লা লামাপাড়ার দর্জি দোকানদার জামাল হোসেন (৪৫) কে ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে সার্বিক খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত নেতৃবৃন্দ।
স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে গুরুতর আহতদের দেখতে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ বলেন জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেও নমুনা দেখাবে। তবে স্বৈরাচারীদের গুলির সামনে বুক পেতে দেওয়া সামান্য ব্যাপার না নিশ্চই আল্লাহ এর উত্তম প্রতিদান দান করবেন।
এসময় আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা আমীর আলহাজ্ব মাওলানা মমিনুল হক তিনি বলেন আল্লাহ আপনাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে এর অংশীদার আপনারাই। আল্লাহ আপনাদের সহায়ক হউন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইন, জামায়াতে নেতা শফিউর রহমান অপু প্রমূখ।