সন্ত্রাসী হামলায় আহত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে শহরের হেল্থ রিসোর্ট হাসপাতালে যান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। রবিবার (৮ আগস্ট) দুপুরে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আবু ইউসুফ খান টিপুর স্বাস্থ্যের খোঁজখবর নেন তারা।
এ সময় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং মহানগর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপুর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস।