রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য বিএকএমইএ‘র পক্ষ থেকে ৬০টি ছাতা উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া চত্বরে বিএকএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) এম এ করিম এর হাতে এ ছাতাগুলো তুলে দেন। এসময় ট্রাফিক ইন্সপেক্টর ইমরানসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) করিম জানান, উপহার স্বরুপ বিকেএমইএ‘র দেয়া ছাতাগুলো নারায়ণগঞ্জ শহরে সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের কাছে পৌছে দেওয়া হবে।