দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের মাগফেরাত কামনায় জাকির খান মুক্তি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাসিক ১৪ নং ওয়ার্ডের দেওভোগ পানির টাংকি এলাকায় এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন খান।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মনির হোসেন খান বলেন, শেখ মুজিব ৭১ এর ২৫ মার্চ পালিয়ে গিয়েছিলেন পাকিস্তান। তার মতোই শেখ হাসিনাও পালালেন ভারতে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে হবে। দেশে অনেক ষড়যন্ত্র চলছে। অনেক আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে।
এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। এই বিজয়ের আনন্দ ধরে রাখতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনা নেতাকর্মীদের মেনে চলতে হবে। এই স্বেরাচারী শেখ হাসিনা সরকার শাসনকালে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা ঐ অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এছাড়াও কেউ যদি জাকির খানের নাম ব্যবহার করে ষড়যন্ত্র করতে চায় তাদের প্রতিরোধ করা হবে। সেইসাথে সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।
প্রধান বক্তার বক্তব্যে জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক মোঃ সলিমউল্লাহ করিম সেলিম বলেন, বর্তমানে দেশে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জাকির খানের নাম বিক্রি করে কেউ চাঁদা দাবি করলে আপনারা তাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। জাকির খান কখনোই অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না।আমাদের দলে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই নেই।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং জাকির খানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
জাকির খান মুক্তি পরিষদ নাসিক ১৪নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ আলিম খানে'র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, মোঃ রুবেল, মোঃ জুবায়ের, মোঃ রাসেল, মোঃ সোহেল, মোঃ ফয়সাল, মোঃ লিংকন, মোঃ মেহেদী হাসান মাসুদ, মোঃ বাবু ও মোঃ রাজিব সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।