নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের সব থানার ওসি বদলী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪৮, ২২ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জের সব থানার ওসি বদলী

সদর থানার ওসি আব্দুস সাত্তারের ছবি পাওয়া যায়নি

নারায়ণগঞ্জ জেলার ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)দের বদলী করা হয়েছে। তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিককে খুলনা রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ), বন্দর থানার ওসি গোলাম মোস্তফাকে সরদা, রাজশাহী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার মিয়াকে চট্টগ্রাম রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,কক্সবাজার), সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামানকে এপিবিএন’এ, আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশে, ফতুল্লা মডেল থানার ওসি মো: নুরে আজম মিয়াকে এপিবিএন’এ, রূপগঞ্জ থানার ওসি দীপক  চন্দ্র সাহাকে রংপুর রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট), নারায়ণগঞ্জ মডেল থানার সাবেক ওসি শাহাদাৎ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বান্দরবান) বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তাদের বদলীর আদেশ দেয়া হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে।

প্রসঙ্গত: বন্দর থানার ওসি সিদ্ধিরগঞ্জ থানায় শামীম ওসমানের মাধ্যমে যোগদান করেন। দীর্ঘদিন ওই থানার দায়িত্ব পালন শেষে বদলীর অর্ডার হলে পুনরায় শামীম ওসমানের মাধ্যমে পাশ^াবর্তী নদীর পূর্বপারে বন্দর থানায় যোগদান করেন। মূলত আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছে তিনি দলীয় কর্মী হিসেবে ছিলেন।

সোনারগাঁও থানার ওসি কামরুজ্জামান পুরোপুরি আওয়ামী ঘরোয়ার ছিলেন। রূপগঞ্জ থানার ওসি সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর আদেশ নিষেধ পালনে ব্যস্ত ছিলেন।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর পিএস এর মতো কাজ করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক ও ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া আওয়ামীলীগ ঘরোয়ানার ছিলেন।