নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

প্রকৃতিকে আমাদের সংরক্ষন করতে হবে : কাউন্সিলর অসিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ২১ আগস্ট ২০২৪

প্রকৃতিকে আমাদের সংরক্ষন করতে হবে : কাউন্সিলর অসিত

পরিবেশ দূষন রোধে জলাশয় থেকে প্লাস্টিক সংগ্রহ অভিযানের অংশ হিসাবে বুধবার (২১ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের জিমখানা আলাউদ্দিন খান সিটি স্টেডিয়াম ও জিমখানা পার্ক ও লেক পরিস্কারের কর্মসূচী উদ্বোধনকরেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অসিত বরণ বিশ^াস।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, কর্ড এইড বাংলাদেশ এর ম্যানেজার মোঃ ফিরোজ, জেলা কোঅর্ডিনেটর মোস্তফা জামান। এ সময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড সচিব আবুল কালামসহ আরবান কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে কাউন্সিলর অসিত বরণ বিশ^াস বলেন, প্রকৃতিকে পাল্টানো সম্ভব নয়। প্রকৃতির নিয়ম জেনে কাজ করলে আমরা প্রকৃতিকে কাজে লাগাতে পারি। আপনারা দেখেছেন করোনার সময় প্রকৃতিকে আপন গতিতে চলতে দেওয়ায় আমরা জলজ প্রাণীসহ প্রকৃতির অনেক সুফল দেখতে পেয়েছি। কাজেই প্রকৃতিকে আমাদের সংরক্ষন করতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃতির উপর বিরূপ হস্তক্ষেপ করলে প্রকৃতিও আমাদের উপর প্রতিশোধ নেয়। কর্ড এইড এর সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও আমরা আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে প্লাস্টিক বর্জ অপসারনসহ পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত রাখব।
 

সম্পর্কিত বিষয়: