নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫

না’গঞ্জে ভূমি অধিগ্রহণের ১৩ কোটি ৮১ লাখ টাকার ৫৮টি চেক হস্তান্তর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০৭, ১২ আগস্ট ২০২৪

না’গঞ্জে ভূমি অধিগ্রহণের ১৩ কোটি ৮১ লাখ টাকার ৫৮টি চেক হস্তান্তর

নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ ও  আড়াইহাজার উপজেলার কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৫৮ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক পেয়েছেন ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকা।

সোমবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এল এ মামলায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার ক্ষতিপূরণের ৫৮টি চেক বিতরণ করা হয়। যার মধ্যে সদরের ২টি, বন্দরের ৯টি, আড়াইহাজারের ৮ টি ও রূপগঞ্জের ৩৯ টি চেক রয়েছে। 

এসময় জেলা প্রশাসক উপস্থিত চেক গ্রহিতা ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে ক্ষতিপূরণের চেক পাওয়ার বিষয়ে কোন ধরনের হয়রানি কিংবা অর্থ দিতে হয়েছে কিনা জানতে চান। তখন উপস্থিত সকলে জানান তাদেরকে কেউ হয়রানি করেনি এবং কাউকে কোন অর্থ দিতে হয়নি। পরে জেলা প্রশাসক বলেন যদি কেউ আপনাদের হয়রানি করে কিংবা অর্থ দাবি করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।
 

সম্পর্কিত বিষয়: