নারায়ণগঞ্জে সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে। বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই শহরের ২নং রেলগেইট, চাষাড়া, কালিরবাজার, খানপুর, মেট্রো সিনেমা হল মোড়সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড শিমরাইল সড়কের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
এসময় শিক্ষার্থীরা যে সকল মোটরসাইকেল চালকদের হেলমেট ছিলনা তাদেরকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর এবং আইন মেনে চলার আহ্বান করছেন শিক্ষার্থীরা।
সিদ্ধিরগঞ্জে মহাসড়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রন ও সড়কে শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। এ সময় সাধ্রাণ মানুষ তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি পরিরহন চালকরাও নিয়ম শৃংখলা মেনে গাড়ি চালিয়ে তাদের সহযোগীতা করেন।
শিক্ষার্থীরা জানান, ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় যানজট সৃষ্টি হচ্ছিল। এ কারণে তারা যানজট নিরসনে কাজ করছেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে।
যাত্রীসাধারণ, পথচারী ও স্থানীয়রা বলেন, শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরাও করছে। এরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারা খুবই ভালো কাজ করছে।