প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভা করবেন নারায়ণগঞ্জে। আগামী বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে।
এ জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছেন।
এ উপলক্ষ্যে বুধবার (৩ জানুয়ারি) সকালে জনসভার মঞ্চ ও মাঠ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় জসভাস্থলের মঞ্চ ও গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন তিনি।
এ সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সারাদেশে বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। নারায়ণগঞ্জেরও প্রতিটি এলাকায় মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীর পাশাপাশি নারায়ণগঞ্জবাসীও উজ্জীবিত।
এরআগেও গণমাধ্যমে এক সাক্ষাতে মেয়র আইভী বলেছিলেন, প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ আসার খবরে আমাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এত কঠিন শিডিউলের মধ্যেও উনি নারায়ণগঞ্জে আসছেন, এটা নারায়ণগঞ্জবাসীকেও নেত্রী সম্মানিত করেছেন, দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন।
বিগত সময়ে সারা নারায়ণগঞ্জের এমন কোন জায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি।