আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে দেওভোগ লক্ষী নারায়ণ মন্দিরগুলো । যার জেরে দূর দূরান্ত থেকে মানুষজন প্রতিবছর ভিড় করেন মন্ডপগুলোতে কারণ জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে সোমবার (২০ নভেম্বর) থেকে ।
পূজা ৩দিন ব্যাপী হয়ে থাকে। বাদ্য-বাজনা বাজিয়ে পূজা সম্পন্ন করা হয়। এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করে থাকেন। প্রতি বছরের ন্যায় পুরোহিত দিপংঙ্কর চক্রবর্তী প্রায় ১৫বৎসর যাবৎ ঝাঁকজমকপূর্ন ভাবে পূজা অর্চনা করেন। জগদ্ধাত্রী পুজো শুরু হলেও ওই একই দিনেই দেবীর সপ্তমী এবং অষ্টমীর পুজো সম্পন্ন করা হয় ভক্তি সহকারে।