নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

 ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১১, ২৯ মে ২০২৩

 ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

নারায়নগঞ্জ শহরের পাইকারি বাজার নিতাইগঞ্জে ও দিগুবাবু বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে বার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী  পরিচালক  মো সেলিমুজ্জামান এ পরিচালনা করেন। ।


সেলিমুজ্জামান জানান, নিত্যপ্রয়োজনীয় পন্য ও দ্রব্যমূল্যের বাজার নিয়মিত তদারকির অংশ হিসেবে  শহরের নিতাইগঞ্জ ও দিগুবাবু বাজারে তদারকি করা হয়।

 

এসময় নিতাইগঞ্জ বাজারে মেসার্স হাজী স্টোরকে ক্রয় রসিদ না থাকায় ও মুল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা এবং দিগুবাবুর বাজারে মেসার্স রিপন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

 

 অভিযানে ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।