নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

৯ হাজার পরিবারে টিম খোরশেদের ঈদ উপহার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৬, ২১ এপ্রিল ২০২৩

৯ হাজার পরিবারে টিম খোরশেদের ঈদ উপহার

নারায়ণগঞ্জে সমাজের সামর্থ্যবানদের সহায়তায় নাসিকের ১৩নং ওয়ার্ডের প্রায় ৯ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিম।


শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯ টা থেকে দিনব্যাপী ওয়ার্ডের মাসদাইর, আমলাপারা ও কুমুদিনী বাগানবাসীর জন্য নিউ মেট্রো সিনেমা হলের সামনে এই তিনটি স্পটে এ ঈদ উপহার মানুষের হাতে তুলে দেয়া হয়েছে। উপহার সামগ্রীতে ছিল - চাল, চিনি, ডাল, লবন, দুধ ও সেমাই।


এ ছাড়াও ওয়ার্ডের মসজিদগুলোতে ইহতিকাফে বসা মুসুল্লিদের উপহার, প্রতিটি মসজিদে ইমাম ও মোয়াজ্জেমদের উপহার, কবরস্থানের খাদেমদের উপহার, ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান, শিশুদের জন্য ৫ টাকা মূল্যে নতুন জামা বিক্রি করা হয়।


কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা ১৯ বছর যাবত এ কার্যক্রমগুলো করে আসছি। আগে ছোট পরিসরে হলেও এখন বড় পরিসরে করছি। আমাদের এ কার্যক্রমে সমাজের সামর্থ্যবানেরা আমাদের সহায়তা করেছেন।

সম্পর্কিত বিষয়: