নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, নারায়ণগঞ্জে প্রশাসনের সাথে যুক্ত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই বলবো আমরা জনগন পুলিশ।
যখন আমরা সবাই এগিয়ে আসবো তখন সমাজ এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। ‘সার্ভ দ্রা পিপল, সার্ভ দ্যা হিউমিনিটি’ এইটুকু কাজ যদি করি তাহলে আমার মনে হয় আমাদের কারোই পিছনে ফিরে তাকাতে হবে না।
আমি জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের কমিটিতে হিসেবে আছি। যখনই আমার প্রয়োজন হবে আমি প্রতিজ্ঞা বদ্ধ, আমি থাকবো পাশে। ‘সার্ভ দ্রা পিপল, সার্ভ দ্যা হিউমিনিটি’ সেই কাজে নিয়োজিত থাকতে চাই। যাতে আল্লাহ আমাকে হাশরের ময়দানে ক্ষমা করেন। মানুষের বিনয় মানুষকে প্রতিষ্ঠিত করে, এবার যে যেই পোষ্ট এ থাকুক না কেন।
বুধবার (২৭ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেল এর চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের জেনারেল সেক্রেটারি তানভীর আহমেদ টিটু।
এ সময় সালমা ওসমান লিপি আরো বলেন, আমি কাজ করতে পছন্দ করি। একদম তৃনমুল পর্যায়ে আমার পদাচারণা, যারা আমার সহায়ক তাদেরও তেমন কোন পদ পদবি নাই। আমরা সবাই যদি একে অপরকে সহায়তা করি তাহলে আলাদা ভাবে সমাজ প্রতিষ্ঠিত করার কোন প্রয়োজন হবে না।
আজকে তুমি ভালো হয়ে গেলে কাল তুমি কোন অপরাধ করবে না। অনেক কমিটি তৈরি হলেও তেমন কিছু করতে পারে না, তবে কিছু কিছু কমিটি তাদের কাজের স্বাক্ষর রেখে যায়। তারাই সফল হয় যারা স্বার্থ ছাড়া মানুষের উপকার করে, তাদের পাশে দাঁড়ায়।