নারায়ণগঞ্জের অন্যতম শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর বাংলাবাজার এলাকার স্কুলটির শতবর্ষপূর্তির আয়োজন প্রায় চূড়ান্ত।
আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ তানজীম উদ্দিন খাঁন।
বিদ্যালয় প্রাঙ্গণে ওই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম জাবেদ হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, সাবেক প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, স্কুলের সাবেক শিক্ষিকা যুক্তরাষ্ট্র প্রবাসী এড. সেলিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাননাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশরাত জাহান সুমী।
শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক আরাফাত আলম জিতু জানান, এ অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন ঘোষণা দিয়ে সাবেক ছাত্রদের রেজিষ্ট্রেশন করানো হয়েছে। স্কুলের সাবেক প্রায় ১৪৫০ জন এতে অংশ নিচ্ছেন।
তিনি আরও জানান, বর্তমান প্রায় সাড়ে নয়শ’ শিক্ষার্থীদের জন্য পরের দিন ২৮ ডিসেম্বর শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সাতারু এস এম ইসরাফিলের সভাপতিত্বে ওইদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী।