যথাযথ মর্যাদায় ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমর আলী স্কুলের প্রভাতী শাখার প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার জোতি ও সহকারী শিক্ষক মো. বেলায়েত হোসেন।
পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।