নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪

সন্তানদের মানুষ করার জন্য স্কুলে নিয়ে আসেন : মাজেদুল ইসলাম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২১, ২৫ নভেম্বর ২০২৪

সন্তানদের মানুষ করার জন্য স্কুলে নিয়ে আসেন : মাজেদুল ইসলাম

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কাজে আসতে হবে।

একজন সন্তান কে ভালো মানুষ করতে হলে মায়েদের ভূমিকা অনেক বেশি থাকে। আপনারা আপনাদের সন্তানদের মানুষ করার জন্য স্কুলে নিয়ে আসেন, স্কুলে লেখাপড়া করান ঠিক আছে।

কিন্তু আপনার সন্তান যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান যেন লেখাপড়া করে এই সমাজের কাজে লাগে, আপনার সন্তান লেখাপড়া করে খারাপ কোন কাজে জড়িয়ে না পরে সেই দিকে আপনাকেই খেয়াল রাখতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানতলী নতুন আইলপাড়াস্থ জ্ঞানের আলো মডেল স্কুলের ক্লাসপার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এমদাদুল হক। 

এসময় তিনি আরো বলেন, আমাদের দেশ টাকে ভালো করতে হলে,সমাজ টাকে ভালো করতে হলে মায়েদের ভূমিকাই বেশি নিতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে মাজেদুল ইসলাম বলেন আপনারা শিক্ষক আপনাদেরও অনেক ভূমিকা নিতে হবে, আজকে ভালো রেজাল্ট হলো এই ভালো কিন্তুু ভালো না, আপনারা কতজন ছাত্র-ছত্রিদের কে সু-শিক্ষায় শিক্ষিত করতে পারলেন সেই বিষয়টা দেখতে হবে।

আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের স্কুল থেকে ছাত্র-ছত্রিরা যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কাজে আসে,তা হলে দেখবেন আপনাদের স্কুলের সম্মান আরো অনেক বেশি হবে।

জ্ঞানের আলো মডেল স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হক মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বধীন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, জ্ঞানের আলো মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেনসহ স্কুলের শিক্ষক,শিক্ষীকারা।

 

সম্পর্কিত বিষয়: