নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

বন্দরে মাদ্রাসায় ছাত্রদের পাগড়ী প্রদান ও ইসলামী মহা সম্মেলন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ২৩ নভেম্বর ২০২৪

বন্দরে মাদ্রাসায় ছাত্রদের পাগড়ী প্রদান ও ইসলামী মহা সম্মেলন  

বন্দরে জামিয়া হাজী শাহাজাদী বাইতুল কুরআন মাদ্রাসার ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বাদ এশা বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগরস্থ সায়েম সিটি সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন সড়কে এ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী মহা সম্মেলনে প্রধান মেহমান  হিসেবে উপস্থিত থেকে ওয়াজ বয়ান করেন দরবারে ফুরফুরার গদ্দীনশীন পীর ও শাইখুল হাদিস শায়েখ আবু বকর মুহাম্মদ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী দা.বা.।

ইসলামী মহা সম্মেলনে প্রধান আলোচক হিসেবে সংক্ষিপ্ত ওয়াজ বয়ান করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল আউয়াল দা.বা.। পীর সাহেব ডি আই টি মুহাতামিম ও শাইখুল হাদিস, হাজীপাড়া মাদ্রাসা।

অত্র জামিয়া মুতাওয়াল্লি ও সালাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর এম. ডি.আলহাজ্ব আব্দুস সালাম এর সভাপতিত্বে ইসলামী মহা সম্মেলন ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নফুলী শিপ বিল্ডার্স এর  ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলহাজ্ব এম. এ রশীদ।

ইসলামী মহা সম্মেলন এর ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী পাগড়ী প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাদামতলী চাউল আড়াৎ সমিতি সাধারন সম্পাদক আলহাজ্ব নিজাম উদ্দিন।

ইসলামী মহা সম্মল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদনগর এলাকার শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম।  

ইসলামী মহা সম্মেলনে ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, মাহামুদনগর পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আওলাদ হোসেন পোকা, মাহামুদনগর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ও সমাজ সেবক হাজী জাহাঙ্গীর আলম ও ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার ও জামিয়া হাজী শাহাজাদী বাইতুল কুরআন মাদ্রাসার সহ সাধারন সম্পাদক হাজী সামাউন হাবিবসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পাগড়ী প্রদান ও ইসলামী মহা সম্মেলনে ৪৬ জন মুফতি  ও ৪৬ জন মাওলানা এবং ১০ জন কুরআন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।