মুসলিম একাডেমীর সদ্য প্রয়াত সভাপতি খোরশিদ আলম ও সহ সভাপতি আবু ছিদ্দিক ভূঁইয়ার স্ত্রী সহ অন্যান্য মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে মুসলিম একাডেমীর উদ্যোগে একাডেমী ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার বলেন, খোরশিদ আলম খুবই সাদামাটা জীবন যাপন করতেন।
খোরশিদে আলমকে নিয়ে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিলো। সমাজ থেকে মাদক দূরীকরণের লক্ষ্যে তার অনেক সহযোগিতা ছিলো। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন।
এসময় আরও বক্তব্য রাখেন, মুসলিম একাডেমীর নির্বাহী পরিচালক মো. নুরুল ইসলাম খান, সহ সভাপতি আবু ছিদ্দিক ভূঁইয়া ও সহ নির্বাহী পরিচালক খসরু নোমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমীর পরিচালক (অর্থ) মোহাম্মদ হোসেন শেখ, পরিচালক (দপ্তর ও প্রচার) শাহ আলম মো. আব্দুল হালিম, পরিচালক (শিক্ষা ও সংস্কৃতি) মো. মনির হোসেন খান, পরিচালক (ক্রীড়া) শাহ আলম ভূঁইয়া, পরিচালক (পাঠাগার) আবুল কালাম আজাদ, পরিচালক নাজমুল কবির নাহিদ, সদস্য আব্দুল হক মুন্সী, এস এম শাহীন ও সানোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের লোকজন।