1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
বুধবার, ১২ মে ২০২১, ০৫:৫৩ অপরাহ্ন

‘প্রজেক্ট এক টাকার খাবার’ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ টাইমস:
  • বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২২৪
‘প্রজেক্ট এক টাকার খাবার’ নারায়ণগঞ্জ

দেশের প্রথম প্রতিষ্ঠিত খাবারের দোকান খ্যাত, প্রজেক্ট এক টাকার খাবার, নারায়ণগঞ্জ প্রতি রমজানের ন্যায় এবারের রমজানেও তাদের কার্যক্রম শুরু করেছে।

রমজানের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জ শাখার স্বেচ্ছাসেবী টিমের টিম লিডার মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে নগরীর চাষাড়া শহিদ মিনার হতে খানপুর হাসপাতাল পর্যন্ত প্রায় ১০০ সুবিধাবঞ্চিত শিশু ও হতদরিদ্র লোকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

প্রজেক্ট এক টাকার খাবার

 এ সময় উপস্থিত ছিলেন, উক্ত স্বেচ্ছাসেবী টিমের দায়িত্বশীল সদস্যদের মধ্যে অপু দাস, মিশুক সাহা, তমাল সাহা, জয় সাহা, সিফাত আহমেদ, রাকিব মির্জা, শুভ, মুন্না, নাহিদ, শান্ত, ইমতিয়াজ, রিসান প্রমুখ।

 

এই মহৎ উদ্যোগের টিম লিডার শাখাওয়াত হোসেন  জানান, প্রতি রমজানেই নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তে এই স্বেচ্ছাসেবী টিমটি সুবিধাবঞ্চিত শিশু ও হতদ্ররিদ্র খেঁটে খাওয়াদের মাঝে নিয়মিত ইফতার বিতরণ করবে। এই কাজে সমাজের সর্বস্তরের লোকজনের সহযোগীতা ও পরামর্শ টিমটি আশা করছে।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart